দারুল উলুম কানাইঘাটের খতমে বোখারী উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন।
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার খতমে বোখারী উপলক্ষে মঙ্গলবার বাদ,যোহর মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরীর সভাপতিত্বে ও ক্বারী হারুনুর রশিদ চতুলীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নাইবে মুহতামিম আমিরে জমিয়ত খলিফায়ে ফেদায়েমিল্লাত আল্লামা আলিমুদ্দীন সাহেব শায়খে দুর্লভপুরী, উপস্থিত ছিলেন আল্লামা শামছুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা মুবাশ্বির আলী রামপ্রসাদী, মাওলানা আব্দুল হক গোবিন্দপুরী সহ মাদ্রাসার সকল আসাতিযায়ে কেরামগন।
এসময় বয়ান দান কালে জামেয়ার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুল্লাহ বলেন, জীবনের সর্বক্ষেত্রে তাক্বওয়া অর্জন করবে কেন না তাক্বওয়া ছাড়া কোন সফলতা আসার সম্ভাবনা নেই, তোমরা নামাজের প্রতি গুরুত্ব দিবে আরো বলেন সর্ব সাধারনের মাঝে আস্থা ভাজন হতে হলে যে সব কাজে সন্দেহ হয় তা থেকেও বিরত থাকবে। সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে পৃথক রাখবে।
উক্ত মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন আলিমকুল শিরোমণী,খলিফায়ে বায়মপুরী আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী।