মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুরে এক মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস নেতৃত্বে উপ-পরিদর্শক ইমরান আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার ০৮ মার্চ ভোর রাত ১ টা ২৫ মিনিটের সময় উপজেলা ২নং চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী বাজারে সোহেল মিয়ার দোকানের সামনে রাস্তায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির টহল টিম চেকপোস্ট করে পিকআপ (মিনি ট্রাক) রেজিঃ নম্বর ঢাকা মেট্টো-ন-১৯-৩০৫৩ গাড়ীতে পাটাতনের মধ্যে বিশেষ কায়দায় স্টিলের শিট দ্বারা আবৃত অবস্থায় রাখা নিষিদ্ধ এক মণ গাঁজা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নরসিংদী জেলা রায়পুরা উপজেলা মেথি কান্দা এলাকার সিরাজুল ইসলামের পুত্র কামাল মিয়া (৩২) ওই শ্রীরামপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত শহীদ মিয়ার পুত্র তানভীর (২২)।
উল্লিখিত বিষয় সততা নিশ্চিত করে মাধবপুর থানার তদন্ত ওসি গোলাম কিবরিয়া বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।