তাড়াশে ব্রাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন।
সিরাজগঞ্জর তাড়াশে ব্রাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে। ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি উপজেলা প্রশাসনের সাথে এ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করে। এ উপলক্ষে সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাগুড়া বিনোদ ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,ব্র্যাকের এসোসিয়েট অফিসার ‘সেলপ’ ছালমা আক্তার ও পল্লী সমাজের সদস্য,ক্লায়েন্ট ও অন্যান্য নারী সমাজের নেতৃবৃন্দ।