মুক্তি সংগ্রামী এক বীরের গল্প ” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন।
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর এর জীবন কাহিনী অবলম্বনে “মুক্তি সংগ্রামী এক বীরের গল্প ” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টিত হয়েছে।
রবিবার (৬মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে বাংলাভাষী মিডিয়ার আয়োজনে প্রকাশনা উৎসবে সাবেক ছাত্রনেতা প্রবাসী রুহুল আমিন রনি সভাপতিত্বে ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুমেল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর নুর, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী শাহেদ, স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক ফয়সল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্পাদক ও কবি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু,কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু,ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল,শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,কবি পুলক কান্তি ধর প্রমুখ ।
অনুষ্ঠান শেষে কেক কেটে বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।