ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।
সুনামগঞ্জের ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গত ০৭-০৩-২০২২ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান এঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ তোলশী চরন দাস,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন, ছাতক বহু মূখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পি আই ও কে এম মাহবুব রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ক্রেডিট সুপার ভাইজার সোয়েব আহমদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের উচ্চ মান সহকারী ও লোক নাথ আশ্রমের সভাপতি অরুণ অধিকার, উপজেলা পরিষদের সি এ জিতেন বর্মন,উপজেলা ছাত্র লীগের সভাপতি তজমূল আলী রিপন প্রমূখ।সভা শেষে বঙ্গ বন্ধুর উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ভাষন দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষকার বিতরণ করেন প্রধান অতিথি।
এ ছাড়া সকালে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিভিন্ন সরকারি ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।