ছাতকে নদীর পানিতে ডুবে স্কুল পড়ুয়া দুই ছাত্রীর মৃত্যু।
সুনামগঞ্জের ছাতকে বটের খাল (নদীর) পানিতে নেমে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল পড়ুয়া দুই ছাত্রীর মর্মান্তি মৃত্যু হয়েছে। সোমবার ৭ মার্চ দুপুরে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির কৃষ্ণনগর গ্রামের নদীতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু নাহিদা বেগম ও সুমাইয়া বেগম কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জানা যায়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া বেগম। তারা আপন দুই বোন। বিদ্যালয় ছটির পর দুই বোন বাড়িতে ফিরে আসে। বই খাতা ঘরে রেখেই গোসল করতে নদীর পানিতে দৌড়ে যায় তারা। দুই বোন সাঁতার কাটতে না জানায় একজন অপরজনকে জড়িয়ে ধরে নদীর পানিতে তলিয়ে যায়।
নদীর ওপর থেকে আশে পাশের লোকজন এসে নদীর পানিতে ডুবিয়ে যাওয়া দুই বোনকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নাহিদা বেগম ও সুমাইয়া বেগমের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।