বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

উল্লাপাড়া পৌরসভায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন।

স্টাফ রিপোর্টারঃ / ২০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন।


সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একত্ব থেকে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজির আয়োজন করে পৌরসভা। এতে সকল অনুষ্ঠানের নেতৃত্ব দেন পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম।

উল্লাপাড়া পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, প্যানেল মেয়র এস. এম. আমিরুল ইসলাম আরজু, মোঃ রেজাউল করিম, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, আজিজুল ইসলাম শাহআলম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর