উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়।
উল্লাপাড়া উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।