বদলগাছীতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।
নওগাঁর বদলগাছীতে ২১ টি ছোট-বড় গরু ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর বদলগাছী থানার হলুদবিহার পশ্চিমপাড়া গ্রামের মৃত মকবুল মন্ডল এর ছেলে মোঃ গোলাম মোস্তফার নিজ বাড়ীর গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে বদলগাছী থানায় গত ৫ মার্চ ৪৫৭/৩৮০ ধারায় পেনাল কোড মামলা রুজু করা হয়।নওগাঁর পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া,বিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে ও দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম গাজীউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম,মহাদেবপুর সার্কেল,মোঃ আতিকুল ইসলাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ,মোঃ রায়হান হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) (নিঃ) মোঃ আব্দুল আজিজ, বদলগাছী থানা,উপপরিদর্শক (নিঃ) মোঃ আবু সামা, উপপরিদর্শক(নিঃ)মোঃ মেহেদী হাসান,উপপরিদর্শক(নিঃ) তুহিন আহম্মেদ, উপপরিদর্শক (নিঃ) মোঃ আবু তাহের, উপপরিদর্শক (নিঃ) আব্দুর রউফ, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সহ বদলগাছী থানার একটি চৌকস অভিযানিক দল বদলগাছীর কোলা ইউনিয়নের কোলা (ঝাপড়িতলার মোড়) গ্রামের মোঃ রুহুল আমিন ও তেতুলীয়া গ্রামের মোঃ জাকির হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় উদ্ধার করা হয় চুরি করা ছোট বড় ১২ টি গরু ও চুরি করার সময় ব্যবহৃত ১৫ টি দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতরা হলেন তেতুলীয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৫৫), মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ আব্দুস সবুর ওরফে সবুজ (২৪),কোলা (ঝাপড়িতলা মোড়) গ্রামের মোঃ আলিমুদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন (৪৩) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার বিহারপুর গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ তানজিদ খাঁন(২২)।
গেফতারকৃত আসামীগণ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের নামে একাধীক মামলা রয়েছে। আসামীগণ অত্র থানাসহ পার্শ্ববর্তী কয়েকটি থানা এবং পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট, বগুড়াসহ বিভিন্ন জেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সংক্রান্তে বদলগাছী থানার এসআই (নিঃ) মোঃ আবু সামা বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রজু করেন। পরবর্তীতে উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে বদলগাছী থানার কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা হইতে আরো ০৯ টি গরু উদ্ধার করা হয়। এ নিয়ে সর্বমোট ২১ টি ছোট বড় গরু এবং একটি খাসি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত আছে। মামলা ০২ টি বদলগাছী থানার এসআই (নিঃ) মোঃ আবু সামা ও এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ এর নিকট তদন্তাধীন আছে।