কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।
পটুয়াখালীতে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বাষিক (২০২২-২০২৩) সম্মেলনে পুনরায়: সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর, এটিএন বাংলাও এটিএন নিউজ’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক স্বদেশ প্রতিদিন’র কলাপাড়া প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু। রবিবার রাতে ইউনিটির কার্যালয়ে এক অনাড়াম্বর পরিবেশে এ কমিটি গঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফুল হাসান রানা (দৈনিক দক্ষিনের খবর) সহ-সভাপতি রাসেল কবির মুরাদ (দৈনিক গনজাগরণ), যুগ্ম-সাধারণ সম্পাদক মেয়াজ্জেম হোসেন (আজকের প্রত্রিকা) সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন (দৈনিক নবচেতনা), দপ্তর সম্পাদক ফোকানুল ইসলাম (কলমের কন্ঠ), অর্থ সম্পাদক ফরাজী মোহাম্মদ ইমরান (দিপ্ত টিভি), প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ সুমন (স্বাধীন বাংলা), সাহিত্য ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), কার্য নিবার্হী সদস্য কবির তালুকদার (দক্ষিনের মুখ), মিজানুর রহমান বুলেট কলাপাড়া প্রতিনিধি (ইনকিলাব, দৈনিক সাথী), সাইফুর ইসলাম রয়েল (মাইটিভি)।
নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন ইউনিটির সদস্য গাজী টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম। সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করেন ইউনিটির সদস্য বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন। নির্বাচিত এ কমিটি ২০২২ ও ২০২৩ সালের জন্য সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনসহ সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছে।