অসুস্থ নারীকে হাসপাতালে নিতে বাধা;প্রতিবাদে সিলেটে মানবন্ধন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জি এলাকায় বসবাসরত খাসিয়া নারী রানী মারলিয়া(৬০)কে গত শুক্রবার (৪মার্চ) চিকিৎসার জন্য জরুরী ভাবে হাসপাতালে নেওয়ার পথে ঝিমাই চা-বাগানের ব্যবস্থাপকের দ্বারা বাধা দেওয়া হয়।এছাড়াও ঝিমাই পুঞ্জিতে বসবাসরত ৭২ টি খাসিয়া পরিবারের চলাচলের একমাত্র পথ প্রায়ই বন্ধ করে দেন বাগান কর্তৃপক্ষ।
রোববার (৬মার্চ)কুলাউড়ায় এধরনের অমানবিক কাজকে ধিক্কার জানিয়ে প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব্বন্ধন করেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন সিলেট শাখার উদ্যোগে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদসহ আরও সামাজিক সংগঠন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা আহ্বায়ক মনীষা ওয়াহিদ জানান,চা বাগানের এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি কুলাউড়া চা বাগানের প্রশাসনকে আহবান জানাচ্ছি অতি দ্রুত ভুক্তভোগী ব্যক্তিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করে, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির আহবান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতি আলীজেক ত্যাংসং এর স্বাগত বক্তব্যে তিনি বলেন কর্তৃপক্ষের এমন বেআইনি স্বেচ্ছাচারী পাশবিক মানসিকতাকে ধিক্কার জানাই। মুমূর্ষু রোগী পরিবহনের গাড়ি আটক করে ওই রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধ করেছে আমরা এই পাশবিকতার বিচারের দাবি করছি।