মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।
হবিগঞ্জের মাধবপুরে টানা চতুর্থবারের বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস তুলে দিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
আজ রবিবার (০৬ মার্চ) সকালে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সবার উপস্থিতিতে এই সম্মাননা স্মারক ক্রেসটি গ্রহন করেন ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। মাধবপুর থানায় যোগদান করার পর থেকে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সন্ত্রাস দমন, মাদক উদ্ধার, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং সহ মাধবপুর থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
রবিবারে হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালযে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় তিনি জানান,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২২এর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।
এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমার পরিচালনায় আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সিঃ অফিসারবৃদ্ধ উপজেলার বিভিন্ন থানা হতে আসা পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন প্রমূখ।
Post Views: 351