নাগরপুরে মাদক কারবারিদের বিরুদ্ধে সারাশি অভিযানে চেয়ারম্যান।
টাঙ্গাইলের নাগরপুরে মাদক কারবারিদের বিরুদ্ধে এ্যাকশনে সদর চেয়ারম্যান কুদরত আলী।
(৬ মার্চ) রাতে চেয়ারম্যান কুদরত আলী বাবনাপাড়া গ্রামের শুকুরের ছেলে কাঞ্চুকে ২৫০ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। গোপন সূত্রের ভিত্তিতে চেয়ারম্যান কুদরত আলী মাদক কারবারিদের অবস্থান টেরপেয়ে তিনি নিজেই ঝুঁকি নিয়ে তাদের আটক করেন এবং পরবর্তী তে নাগরপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
উক্ত ঘটনা প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, নাগরপুরে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সম্পূর্ণ ভাবে নির্মূল করাই আমার প্রধান লক্ষ্য। মাদকমুক্ত নাগরপুর গড়তে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।