নাগরপুরে স্ট্রবেরি চাষে সাফল্য ময়নাল।
টাঙ্গাইলের নাগরপুরে স্ট্রবেরি চাষ করে লাভের মুখ দেখছে উপজেলার গয়হাটা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকার মানোয়ার হোসেন ময়নাল নামের এক সৌখিন ফল ব্যবসায়ী। প্রায় ৩৬ শতাংশ জমিতে দেড় লক্ষ টাকা খরচ করে গড়ে তুলেছেন স্ট্রবেরি বাগান। এবারই প্রথম ফলনে তেমন খুশি না হলেও তরুণ এই ব্যবসায়ী স্বপ্ন দেখেন মৌসুমে প্রায় ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার স্ট্রবেরি বিক্রি হবে। তিনি প্রায় এক বছর আগে রাজশাহী থেকে ৫ হাজার পিস স্ট্রবেরি চারা এনে বাণিজ্যিক উদ্দ্যেশ্যে চাষ শুরু করেছিলেন এবং এবারের মৌসুমে এখন পর্যন্ত ৭ বার হারভেস্টিং করে ৬০০ টাকা (প্রতি কেজি) বাজার দরে মোট ২০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন।
স্ট্রবেরি চাষ প্রসঙ্গে উদ্যোক্তা ময়নাল বলেন, আমি সখ থেকেই এই স্ট্রবেরি চাষ শুরু করেছি। এবারের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলন তেমন পাওয়া যায়নি। তবে আমি আশাবাদী ভবিষ্যৎতে ভালো ফলন পাবো। নাগরপুরে স্ট্রবেরি চাষে কীটনাশক,ভিটামিন সহ প্রয়োজনীয় মেডিসিন ব্যবস্থা নেই বললেই চলে। এসব বিষয়ে ব্যাপক সমস্যা পোহাতে হয়েছে আমাকে। তবে ভবিষ্যৎতে আশাকরি আমি লাভবান হতে পারবো।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানায়, আমরা ইতিমধ্যে ময়নালের স্ট্রবেরি বাগান পরিদর্শন করেছি এবং বিশেষ পরামর্শ দিয়েছি। নাগরপুরে স্ট্রবেরি চাষের অপার সম্ভাবনা রয়েছে। আমরা আরো জোরালো কর্মসূচি নিচ্ছি যেনো আরো উত্তম ভাবে অধিক ফলনে পুরো উপজেলায় এই স্ট্রবেরি চাষ ছড়িয়ে যায়।
স্ট্রবেরি চাষের উদ্যোগ প্রসঙ্গে গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক জানায়, ময়নালের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। স্ট্রবেরি চাষে তিনি লাভবান হোক এটাই আশাকরি। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সকল প্রকার সহযোগিতা তাকে প্রদান করা হবে।
উল্লেখ্য, স্ট্রবেরি চাষকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এছাড়াও মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মীরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।