সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক।
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার ওজন ষ্টেশনের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
এ সময় তাদের নিকট থেকে দুটি মোবাইল, নগদ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্ধুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ কাওসার মিয়া (৪৩) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউআ পশ্চিম খন্ড গ্রামের মোঃ আমান উল্লাহর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৪)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীরা, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।