রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩০।

অনলাইন ডেস্কঃ / ৩২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ৩০।


পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন মুসল্লি।

শুক্রবার (০৪ মার্চ) জুমার নামাজের সময় পেশোয়ারের কোচা রিসালদারে শক্তিশালী বিস্ফোরণ এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার জানান, তিনি যখন মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তখন শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। সূত্র: রুপালি বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর