উল্লাপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান”প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম সামছুল আলম, উল্লাপাড়া সরকারি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ প্রমুখ।