বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

ছাতকে দলিল লিখক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি।

মোঃ ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ছাতকে দলিল লিখক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি।


সুনামগঞ্জের ছাতক সাবরেজিস্টার অফিসের দলিল লিখকরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি(কলম বিরতি) পা‌লিত হ‌য়ে‌ছে।১ মার্চ মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করে‌ছেন দলিল লিখক সমিতি।

গত মঙ্গলবার সকালে বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা সংবাদকমীদেরকে এ তথ্য নি‌শ্চিত করছেন। সাব-রেজিস্ট্রার ফখরুল ইসলাম ও সাব রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী আব্দুর রহিমের সাথে কার্যালয়ে ছাতক পৌর সভার মেয়রের বড় ভাই কামাল চৌধুরীর অ‌সৌভমুলক অশালীন আচরণ, হুমকি ও সরকারি কাজে বাঁধা দি‌য়ে‌ছে গত সোমবার বিকেলে সাব রেজিস্ট্রার কার্যালয়ে এসে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনসহ একাধিক দলিল লিখক কে(ডিড রাইটার) সা‌থে গালি-গালাজ, অপমান ও লাঞ্চিত ক‌রা হয়।

এ ঘটনার প্রতিবাদে দলিল লিখক সমিতির উদ্দ্যোগে গত মঙ্গলবার সকাল থেকে দলিল লিখকরা (ডিড রাইটার) অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ঘোষনা দিয়েছেন।

জানাযায় গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী প্রথমে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব রেজিস্ট্রার ও অফিস সহকারীকে লাঞ্চিত করেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। তার মৌখিক এ অভিযোগের কারণে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমানের নেতৃত্বে ছাতক অফিসে এসে তদন্ত করলে ও এসব দুনী‌তির কোনো সত্যতার পায়নি তদন্ত ক‌মি‌টি।

গত সোমবার বিকা‌লে আবারও অফিসে আসেন কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসেই দলিল লিখকদেরকে অশালীন ভাষায় গালা-গালি করতে থা‌কেন। এক পর্যায়ে ২/৩ জন দলিল লেখককে লাঞ্চিত করে সরকারি কাজে বাঁধা দেয়ার অ‌ভি‌যোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক শাখার উদ্দ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সর্বসম্মতিতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার রাতে দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির সদস্য রঞ্জিত কুমার দাস, খুরশিদ মিয়া,শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার,মুহিবুল হক,নুরুল ইসলাম, ফয়ছল আহমেদ, বাকি বিল্লাহ, মুরাদ মিয়া,ওয়াছির আলী, আব্দুল মমিন, আব্দুস সালাম নোমান, আব্দুল কাইয়ুম, নজমুল হোসেন, লিকছন দাস,সুমন মিয়া,কদর আলী, হিফজুল বারী শিমুল, দেলোয়ার হোসেন নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা ব‌লেন জান মাল নিরাপত্তার নি‌শ্চিত না হওয়া পযন্ত তারা এ কমসু‌চি পালন কর‌বে ব‌লে হুসিয়া‌রি দেন।

এব‌্যাপারে কামাল চৌধুরী জানান,তার বিরুদ্ধে আ‌নিত অ‌ভিযোগ অস্বীকার করে বলেন, জায়গার দ‌লিল করতে সাবরে‌জিষ্টার অ‌ফিসে পৌছা মাত্র দ‌লিল লিখকরা তাকে লা‌ঞ্চিত ও হামলার প্রচেষ্টা করছেন।

এব‌্যাপারে সাব রে‌জিষ্টার ফখরুল ইসলাম জানান,কামাল চৌধুরী তার কাছে আসছে। তি‌নি এসে তার খাস কামরায় বসার পর
ও দলিল লেখকদের সঙ্গে কথাকাটাকা‌টি হয়। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়েছে।‌তি‌নি এ বিষয়টি জেলা রেজিস্ট্রার, জেলাও দলিল লিখক সমিতিকে অবহিত করছেন তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর