ছাতকে জাতীয় বীমা দিবস পালিত।
সুনামগঞ্জের ছাতকে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে ❞ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ০১-০৩-২০২২ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিবের পরিচালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্ম কর্তা কবি পুলিন চন্দ্র রায়, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ডি আই ভি সি মাষ্টার আওলাদ হোসেন।বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার নেপাল চন্দ্র দাস, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী শাখা প্রধান সুনু মিয়া, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী ডিসি গোলাম মোস্তফা।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা হাফিজুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আক্তার উজ্জামান, হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী ক্যাশিয়ার নাদিয় খানম,তারেক হোসেন, আব্দুল হান্নান, সাবিয়া বেগম, হোসনারা বেগম আলমগীর হোসেন, আব্দুল খালিক প্রমূখ।