আমরা সকলে মিলে সহযোগিতা করলে সফলতা আসবেই-এমএ বারী আকন্দ।
আমরা সকলে মিলে সহযোগিতা করলে সফলতা আসবেই বলে আশ্বাস দেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এমএ বারী আকন্দ, তিনি চরআমখাওয়া ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে কথা গুলো বলেন, তিনি আরও বলেন আমার বিশ্বাস সাবেক চেয়ারম্যান মরহুম আঃ রাজ্জাক এর ছেলে জিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
আমরা সকলে মিলে পাশে থেকে সহযোগিতা করলে সফলতা আসবেই। আজ সোমবার ২৮ফেব্রুয়ারী ২০২২ ইং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলাদের ক্ষমতা গ্রহন ও সাবেক প্রতিনিধিদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ হাবেজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবঃ) এম এ বারী আকন্দ, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, প্রাক্তন চেয়ারম্যান ও সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন, শিক্ষক হাবিবুর রহমান, সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক জোয়াহের হোসাইন খান সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাধারণ জনগণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বক্তারা সদ্য দায়িত্ব গ্রহণকৃত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সামনের দিন গুলো ভালভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। পরে বিদায়ী জনপ্রতিনিধিদের জায়নামাজ উপহার দিয়ে বিদায় জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া।
Post Views: 499