ত্রি-বাষিক সম্মেলনে সভাপতি আবদুল মতিন ও সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি।
রাজশাহীর চারঘাট-বাঘা সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাজনীতির প্রধান লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন এবং জনগণের সেবা করা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। আওয়ামীলীগের সব নেতারাই এখন এক কাতারে কাজ করছেন। জনগনের পাশে আছেন আওয়ামীলীগ। বিএপির অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমাতায় যেতে চায়। বিএনপি-জামায়াত কখনো জনগনের বন্ধু হতে পারে না। আস্তাখুঁড়ে বিএনপি কখনো আর দাঁড়াতে পারবেনা। তারা ঘরে ঢুকে গেছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বাঘার আড়ানী চক সিংগা জয়গুন নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী পৌর আওয়ালী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার বেলা ১২টায় আড়ানী চকসিংগা জয়গুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন নবাব, সাইফুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড, লায়েব উদ্দিন লাভলু, কোষাধ্যক্ষ আজিজুল আজম, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপ-প্রচার সম্পাদক আক্কাছ আলী, সদস্য নকিবুল ইসলাম নবাব, রোকনুজ্জামন রিন্টু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর যুবলীগ নেতা জুয়েল আলী, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান খান নাইম, মহিলালীগ নেত্রী মর্জিনা বেগম প্রমুখ। আড়ানী আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন মতির পরিচালনা প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাঘা উপজেলা আ.লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন মতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিবন আহম্মেদ বাপ্পি।
দলীয় সুত্রে জানা যায়, ৭ বছর আগে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছিল।
এদিকে নবনির্বাচিত রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টায় তিনি বাঘা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে সামাজিক কর্মসূচীর আওতায় রাস্তার দুই ধার লাগানো সৃজিত বাগানে সম্পৃক্ত উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন। এতে চারঘাট এবং বাঘা উপজেলার ২৪ জন উপকার ভোগীদের মাঝে ৯০ লক্ষ ৯২ হাজার টাকার টাকার চেক বিতরণ করা হয়। এ সভায় মন্ত্রী সকল পর্যায়ের মানুষকে গাছ লাগানোর পরামর্শ দেন।
একই সাথে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত দুই উপজেলার ১৪ জন হত দরিদ্রদের মাঝে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ চেক হস্তান্তর করা করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ বন সংরক্ষন ও সামাজিক বন অঞ্চল বগুড়া এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান।