ছবি তুলতে গিয়ে মারপিটের শিকার বেলকুচি উপজেলা তথ্য অফিস সহায়ক।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তথ্য অফিসের অফিস সহায়ককে মারপিট করে গুরুতর আহত করেছে ছাত্রলীগের কর্মীরা।
রবিবার দুপুরে বেলকুচি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। সভা চলাকালীন সময় তথ্য অফিস সহায়ক শরিফুল ইসলাম ছবি তুলছিলেন। এমন সময় কতিপয় ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। মারপিটেরর ঘটনা দেখে পুলিশ এগিয়ে গিয়ে তাকে রক্ষা করে।
আহত শরিফুল ইসলাম বলেন, প্রত্যেক মাসিক মিটিং এর মত আজকেও আমি ছবি তুলছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের কিছু কর্মী এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। আমি চিৎকার দিলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। আমাকে অন্যায়ভাবে মারধরের বিচার চাই।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রকি কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় আমাদের ছাত্রলীগের কেউ জড়িত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
মাসিক মিটিং এর সভাপতি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, মাসিক মিটিং চলাকালীন এমন ঘটনা খুবই দুঃখজনক। এর পর থেকে মাসিক মিটিং এ যে কোন প্রকার এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য মাসিক মিটিং এর সদস্য ছাড়া কাউকে পরিষদে প্রবেশ নিষেধ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, মিটিং চলাকালীন সিড়ির উপড়ে ঝামেলার মত কিছু মনে হয়েছিল। সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, বেলকুচি উপজেলায় তথ্য অফিস সহায়ককে মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।