দেওয়ানগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্য পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেন সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ প্রশাসন।
জানা যায়, জামালপুরের জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর দিকনির্দেশনায় মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার ২৭ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৪.৩০ টায় সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান এর নেতৃত্বে এস আই আঃ খালেক, এএসআই সোহেল রানা, এএসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সানন্দবাড়ী মধ্য পাড়া মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আলম এর বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আলম এর বড় ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ও ছোট ছেলে মোঃ মানিক মিয়া (১৮) কে গ্রেফতার করা হয়। স্ত্রীসহ জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। গ্রেফতার কৃতদের সানন্দবাড়ী পিআইসি’তে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম প্রস্তুতি চলছে।
সানন্দবাড়ী পিআইসি’র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসাইন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী মধ্য পাড়া জাহাঙ্গীর আলম এর বসত ঘর তল্লাশি করে ১৫ কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার করা হয় এবং স্বামী স্ত্রী দুজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 735