নলডাঙ্গার যুবক-যুবতি বাগাতিপাড়ার জনগণের হাতে আটকের পর পুলিশে সোপর্দ।
নাটোরের বাগাতিপাড়ায় জনগণের হাতে আটক হয়েছে,নলডাঙ্গার যুবক-যুবতি। শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া এলাকার গুচ্ছগ্রামের একটি ঘরে অনৈতিক কাজ করা অবস্থায় তাদের হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে পুুলিশ এলে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। এসময় যুবকের ১১০সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকার নাজিম মন্ডলের ছেলে বুলবুল আহমেদ (২৮) ও খোলাবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না খাতুন (২৫)। তবে এ ঘটনায় গুচ্ছগ্রামের সেই ঘরের মালিক আরিফা খাতুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় পল্টু মন্ডল জানান, আটক ছেলে এর আগেও বিভিন্ন দিন বিভিন্ন মেয়ে নিয়ে আরিফার বাড়িতে আসতো। আমরা নিজেরা এসব দেখে আরিফা ও ওই ছেলেকে সাবধান করেছি। কিন্তু সে কথা না শুনে আজকেও একটা মেয়েকে নিয়ে এসেছে। তাই আমরা তাদের হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আটক করা হয়েছে, তারা নিজেদের স্বামী-স্ত্রী দাবী করছে। তাদের দাবী মিথ্যা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।