জলবায়ু ঝূঁকি হ্রাসের দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন।
২৫ ফেব্রুয়ারি পটুয়াখালীর কুয়াকাটায় ‘জলবায়ু ঝূঁকিতে উপকুল, চাই টেকসই উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস শুক্রবার সকাল ১১ টায় সমুদ্র সৈকতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও মাক্স বিতরন কর্মসূচী পালন করেন।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদকক কাজী সাঈদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল প্রমুখ।
এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা উপকুল রক্ষার জন্য সরকারসহ বিশ্ববাসীর নিকট দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে এনএসএস’র পক্ষ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসা মহামারী করোনা প্রতিরোধে পর্যটকদের মধ্যে এক হাজার মাক্স বিতরণ করা হয়।