মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

বাঁশখালীতে অটোভ্যান ও ভডভডির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু।

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ৩৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বাঁশখালীতে অটোভ্যান ও ভডভডির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু।


চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রধান সড়কে ভডভডি(ট্রলি) ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

২৪ ফেব্রুয়ারি’২২ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার শেখেরখীল রাস্তার মাথায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মোক্তার আহমদ বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার সিন্ধিপাড়ার নুর মোহাম্মদের ছেলে। পেশায় সে হাল্কা স্ক্র্যাপ ব্যবসায়ী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোক্তার পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন ঘর বাড়ি থেকে প্লাস্টিকের খালী বোতল,ভাঙ্গা পুরাতন প্লাস্টিক,লোহা ও টিনের স্ক্র্যাপ সংগ্রহ করে ভাঙ্গারীর দোকানে বিক্রি করে জীবীকা নির্বাহ করত।

প্রতিদিনের মতই আজকেও ভ্যান বোঝাই মাল নিয়ে প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। এমন সময় প্রধান সড়কের পুর্বপাশের কানেক্টিং রোড থেকে দ্রুত গতির একটি ভটভটি ট্রলী প্রধান সড়কে উঠেই ভ্যান গাড়িসহ মোক্তারকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যান বলে জানান স্থানীয়রা।

নিহত মোক্তারের ২ মেয়ে চাম্বল খদিজাতুল কোবরা স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। স্ক্র্যাপ শ্রমিক মোক্তারের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসহায় হয়ে পড়েছে তার ছোট ছোট সন্তান ও সহধর্মিনী।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন এ ঘটনা নিশ্চিত করে আমারজমিনকে জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাঁছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর