মাধবপুরে দীর্ঘ ২৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
মাধবপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে দানু মিয়া (৪৫) কে বাংলাদেশ বন আইনে ১৯৯৪ সালে মামলা হওয়ার ৩/১৭/১৯৯৯ সালে ৬ মাসের সাজা ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসে সাজা হয় তারপর থেকে দানু মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নির্দেশে এসআই মোঃ আব্দুর কাদের সঙ্গে ফোর্স নিয়ে শাহজীবাজার দরগা গেইট থেকে দানু মিয়া কে আটক করেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন ১৯৯৪ সালে বাংলাদেশ বন আইনে একটি মামলায় দানু মিয়া ৬ মাসের সাজা হয় সে দীর্ঘ দিন পলাতক ছিল।
Post Views: 311