ডিজিটাল নিরাপত্তা আইনে আটক আ’লীগ নেতা আলম খাঁন জামিনে মুক্তি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতারকৃত আ’লীগ নেতা আলম খান জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতে আসামি পক্ষের জামিন আবেদন শোনানি শেষে বিচারক শেখ ফজলে খোদা নাজির তার জামিন মঞ্জুর করেন। এ সময় এ্যাড. রজব আলীর নেতৃত্বে আদালতে আ’লীগ সমর্থিত প্রায় ১ ডজন আইনজীবী জামিন আবেদনের পক্ষে অংশ নেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী এ্যাড. রজব আলী জানান, গত ২ ফেব্রুয়ারীতে উল্লাপাড়া থানায় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উল্লাপাড়া আওয়ামী লীগের কাউন্সিলর আলম খানের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতে জামিন আবেদন শোনানি শেষে আদালত আলম খানের জামিন মঞ্জুর করেন।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, আলম খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।