সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ।
সিরাজগঞ্জে ২৩ জন নারী মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ আয়োজন করেন এশিয়ান টেলিভিশন লিমিটেড।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে – উক্ত নগদ অর্থ ও শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। এতে সভাপতিত্ব করেন,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ ও সঞ্চালনায় ছিলেন, এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক।
এ সময় জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ রিদওয়ান আহমেদ রাফি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্যে বলেন, আমি ধন্যবাদ জানাই এশিয়ান টেলিভিশন কে এ ধরনের উদোগ নারী মুক্তিযোদ্ধাদের কে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা জন্য। সরকার আপনাদের কে নারী মুক্তিযোদ্ধা হিসেবে সৃীকৃতি দিয়েছেন সত্যিই এটা প্রশংসনীয়। আপনাদের কে অনুরোধ করি বর্তমান সময়ে একজন মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা চেতনার সম্পর্কে পরিবারের সকল সদস্যদের মাঝে ছড়িয়ে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের উন্নয়নশীল অগ্রযাত্রা কে এগিয়ে নিতে আপনাদের ভূমিকা রাখতে হবে। সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস কে আপনারা সবাই সবার মাঝে ছরিয়ে দিবেন বলে আমি আশাকরি।
উল্লেখ্য, এশিয়ান টেলিভিশন লিমিটেড এর উদ্যোগে ২৩ জন নারী মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।