কুলাউড়ায় বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও উস্কানী দেওয়ার অভিযোগ সংবাদ সন্মেলন।
কুলাউড়ায় মনাফ হত্যা মামলার বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও মিথ্যাচারের মাধ্যমে উস্কানী দেওয়ার অভিযোগ করেছেন ওই মামলার অভিযুক্ত আতিকুর রহমান (চাঁন মিয়া)।
২০ ফেব্রুয়ারী রোববার দুপুরে শহরের একটি ভবনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আতিকুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান জানান, তিনিসহ তাঁর দুই ভাই ২০২০ সালের ডিসেম্বর মাসে মনাফ হত্যা মামলায় আদালত থেকে বর্তমানে জামিনে রয়েছেন। তিনি ক্যানন্সার আক্রান্ত অবস্থায় চিকিৎিসা চালিয়ে যাচ্ছেন। মামলার বাদি আজির উদ্দিন (মনাফের ভাই) গংরা হত্যার ঘটনার পর থেকে আতিকুর রহমানসহ তাঁর ভাইদের পরিবারকে মামলার ভয় দেখিয়ে হয়রানী দেখানো হয়। ওই সময় আতঙ্কে পরিবারের লোকজন বাড়িছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নেন। এ সময় তাঁদের অসুস্থ বৃদ্ধা মা ঘরে একা আটকা পড়েন। টানা কয়েকদিন ঘরে বন্দী অবস্থায় না খেয়ে মারা যান। পরে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে তাঁদের মায়ের মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, বিভিন্ন সময় আজির গংরা আমাদের পরিবারকে উস্কানীমূলক ও ভয়ভীতিমুলক কথা বলে হয়রানী করে যাচ্ছেন। আমার দুই মেয়ে স্কুলে যেতে পারে না ভয়ে। রাস্তায় বের হলে আজির উদ্দিনদের লোকজন নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আমার দুই ভাই জামিনে থেকেও আজিরদের ভয়ে বাড়ি ছাড়া আছেন। আমি অসুস্থ ঘরে থাকি। সম্প্রতি আজির উদ্দিন মৌলভীবাজারে আদালত এলাকায় ফেসবুকের লাইভে এসে আমাকে ও আমার ভাইদের জড়িয়ে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি প্রদানের কথা বলেন। বিষয়টি আদালতে বিচারাধীন
থাকাবস্থায় আমাদেরকে নিয়ে মিথ্যা প্রচারণা করেছেন আজির। তাঁরা তাদের ভাইয়ের হত্যার ঘটনাকে নিয়ে নিজেদের স্বার্থ হাছিলের জন্য আমাদের বিরুদ্ধে এমন মিথ্যাচার ও উস্কানীমূলক কথা বলছেন। এতে উল্টো আমরা আতংকে আছি। বাড়িতে ভয়ে সন্তানদের নিযে থাকি। এমন বিষয়টির দিকে নজর রাখতে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।