আর্ন্তজাতিক সীমানা পিলার (ভারত-বালাদেশ) নির্ধারনের জন্য যৌথ প্রতিনিধি দলের পরিদর্শন।
বাংলাদেশ অংশের নীলফামারীর ডিমলা উপজেলার ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়নের কিসামত ছাতনাই ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের খড়খড়িয়া মধ্যকার আর্ন্তজাতিক ৭৯৭ নং সীমানা পিলার নির্ধারন করার জন্য ২০ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১.৩০ ঘটিকায় বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন ও ভারতীয় ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে পশ্চিম বঙ্গের ল্যান্ড রিকুজিশন এন্ড সার্ভে এর পরিচালক (এলএসএ) অভানিন্দ্র সিং সহ স্থানীয় প্রশাসন, বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ সদস্যরা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আজমল হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, ফেরদৌস হোসেন সহকারী পরিচালক (জরিপ),পারভেজ মিয়া চার্জ অফিসার, ওয়াহেদুল মিয়া সার্ভেয়ার ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এসআই প্রদীপ চন্দ্র, এসআই আবুল কালাম,এএসআই আব্দুল হালিম,ডিএসবি আব্দুল খালেক এবং থানার হাট বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম সহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর সদস্যরা ।
উভয় দেশের প্রতিনিধিরা ৭৯৭ নং মেইন সীমানা পিলার সহ পাঁচটি পিলার সরেজমিনে পরিদর্শন করে প্রাকৃতিক দূর্যোগ বন্যার ফলে তিস্তা নদীর দুই দেশের আর্ন্তজাতিক সীমানা পিলার গুলো ক্ষতিগ্রস্থ হয়।
তিস্তা নদীর চরে বসবাসরত পরিবারগুলো চরের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ, স্বাভাবিক চলাচলে বিঘ্ন এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরাও টহল দিতে বিপাকে পড়েন।
তাই সংকট নিরসনে উভয় দেশের পক্ষে যৌথ প্রতিনিধি দল সীমান্তে সীমানা নির্ধারন করে সেখানে দীর্ঘস্থায়ী আন্তজার্তিক সীমান্ত পিলার পুননির্মান ও মেরামত করবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন জানান উভয় দেশের প্রতিনিধিরা পাঁচদিন ব্যাপী যৌথ ভাবে সীমানা নিরসনে কাজ করবেন।
সোমবার সকালে যৌথ প্রতিনিধি দল ভারতের কোচবিহার পৌছে সরেজমিনে তা পরিদর্শন করবেন।এরপর যৌথ প্রতিনিধি দল জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠকে মিলিত হয়ে যৌথ পরিদর্শন ও সীমান্ত পিলার পুননির্মানের কার্যবিবরনী প্রস্তুত এবং স্বাক্ষর সম্পাদন করে পাঁচ দিনের যৌথ কার্যক্রম সমাপ্ত করবেন ।