ছাতকে ওসি পরিচয়ে টাকা আত্নসাৎকারী প্রতারক সাদ্দাম হোসেন গ্রেফতার।
সুনামগঞ্জের ছাতকে ওসি’র পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে নিরিহ লোকজনের নিকট হইতে নগদ টাকা আত্মসাৎ কারী প্রতারক চক্রের মুল হোতা সাদ্দাম হোসেন(৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে ব্রাম্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলাধীন
দত্তখলা(শিকারপুর)এলাকার মৃত হিম্মত আলীর পুত্র। পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ বিল্লাল হোসেনের সার্বিক তদারকি ও অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ছাতক থানা পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় আসামী সহ তাহার সহযোগী অপরাপর আসামীরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকজনের নিকট হতে নগদ টাকা আত্মসাৎ করে আসিতেছে। এই চক্রের সাথে জড়িত পলাতক সকল আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধ ছাতক থানার মামলা নং -৯,তারিখ -১৮/০২/২০২২ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৪১৭/৪১৯/১৭১/১০৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।