হবিগঞ্জের মাধবপুর উপজেলা ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২আয়োজন করা হয়েছে। আজ বুধবার ১৬ফেব্রুয়ারি উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে ৪৫টি স্টলে খামারীরা গরু,ছাগল, হাঁস, মুরগী, কবুতর সহ প্রদর্শনী করা হয়। ৫টি ক্যাটাগরিতে ১৬জন খামারী পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন ডা.মাজহারুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকতা (সম্প্রসারণ) ও মোঃ ফরিদ মিয়া,উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকতা (সম্প্রসারণ) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ডাঃ মিলন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাবেক
সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আলমগীর কবির, নাহিদ মিয়া, আলোচনা পরে খামারী
হাতে সাটিফিকেট পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ।