মাধবপুরে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী উদ্ধার।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ও বহরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় থেকে বুধবার (১৬ ফ্রেব্রুয়ারি) স্থানীয় পাখি প্রেমিক সোসাইটির তথ্যের ভিত্তিতে সারাদিন ব্যাপি হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্ত্বে ও র্যাব-৯ এর অংশগ্রহনে বন্য পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ উপ শাখার এস আই ত্রিপন চাকমা সহ সঙ্গী ফোর্স ও হবিগঞ্জ বন বিভাগের জিয়াউল হক রাজু পিএম,মোঃ রানা মিয়া পিএম,টিপুল দেব,হবিগঞ্জ পাখি প্রেমিক সোসাইটি সভাপতি সাংবাদিক মুজাহিদ মসি,হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক হৃদয় শাহ আলম,সাংবাদিক ও ব্লগার মোঃ জসিম উদ্দিন,পাখি সংগঠক মোঃ তুষার সহ মাধবপুরস্থ সেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটি সদস্যরা।
ওই অভিযানে ডাহুক পাখি ০৩টা,ঘুঘু ১০টা,শালিক ০৩টা এছাড়া বিপুল পরিমাণ সংখ্যক পাখির ফাদ উদ্ধার করা হয়।পরে আরো জানা যায় ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান,অভিযানে বরুড়া,রাজনগর, কমলপুর,মংগলপুর,বেলাপুর গ্রামে আমরা ১৬টি পাখি শিকারি সন্ধান পেয়েছি তাদের বিরুদ্ধে বন্য প্রানী আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আরো জানা যায় হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম জানান,আমাদের সকলে পাখি সংরক্ষনে এগিয়ে আসা উচিত।এই সচেতনতা বৃদ্ধির জন্যে আমরা সচেতনতামূলক সেমিনার চলমান রয়েছে।বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এ.এস.এম জহির উদ্দিন আকন ময়মনসিংস থেকে ফোনে জানান,আমাদের ক্রমাগত অভিযানে মানুষের সচেতনতা বাড়ছে।তিনি উন্মুত করা হটলাইনে সকলকে সুনির্দিষ্ট তথ্য দেয়ার অনুরোধও জানান।
Post Views: 289