রাণীশংকৈলে ইএসডিও’র প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও’র প্রসপারিটি প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অতি দারিদ্র্যের দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে (পিকেএসএফ) নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের অর্থাভূতপূর্ব ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র যৌথ উদ্যোগে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) কর্মসূচি বাস্তবায়ন করছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অগানাইজেশন(ইএসডিও)’র আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাণীশংকৈল ইএসডিও’র জোনাল ম্যানেজার ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ,বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি ইদ্রজিত সাহা,উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও উপজেলা মৎস কর্মকর্তা,প্রাণীসম্পদ,সমাজসেবা,পরিসংখ্যান বিভাগ,স্বাস্থ্য ,মহিলা অধিদফতর যুবউন্নয়নসহ উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভায় প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ অনুপ কুমার,প্রকল্পের নানা বিষয়ে উপস্থাপনা প্রদান করে আলোচনা করেন।
সভায় মতামত তুলে ধরে আরোও বক্তব্য রাখেন প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খাইরুল আলম টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) তাবাসসুম রহমান,টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মবিলাইজার) নুরশেদা আক্তার,এরিয়া ম্যানেজার আহসান হাবিব, রানীশংকৈল শাখার ম্যানেজার মোকসেদুর রহমান,এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) আলমগীর হোসেন, এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) শারমিন আক্তার প্রমুখ।
প্রকল্পটি ঠাকুরগাঁও জেলার ৩টি উপজেলার পিছিয়ে পড়া দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে এমনটাই জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।