রাজশাহীর বাঘায় নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ।
রাজশাহীর বাঘা উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ নবনির্বাচিত সংরিক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ আসনের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্টিত হয়। উপজেলার তিনটি ইউনিয়নে নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৩৬ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল আলম সহ উপজেলার বাউসা ,আড়ানী ও চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান। উল্লেখ্য, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর বাঘা উপজেলার বাউসা ,আড়ানী ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়।