পন্যে পাটজাত মোড়কের ব্যবহার না থাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।
হবিগঞ্জের মাধবপুরে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূল ব্যবহার আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স মানহা অটো রাইস মিল, মেসার্স আয়শা রাইস মিল ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড করেন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় আজ মঙ্গলবার মাধবপুর উপজেলার জগদীশপুর ও নয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। পাট অধিদপ্তর ও পুলিশ বিভাগের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আইনের বিধান লঙ্ঘন করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় মেসার্স মানহা অটো রাইস মিল ও মেসার্স আয়শা রাইস মিল কে ৫,হাজার টাকা করে মোট ১০,হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছে।
Post Views: 351