মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ রমিজ উদ্দিন (৫০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে উপজেলার শিয়ালউড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত মন্নর উদ্দিনের ছেলে।
মনতলা পুলিশ ফাঁড়ির এস আই মঞ্জরুল ইসলাম জানান, স্ত্রীর যৌতুকের মামলায় আদালতের এক বছরের সাজা নিয়ে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
Post Views: 345