বাঘায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পাঠাগার নির্মাণে দানকৃত সম্পত্তির দলিল হস্তান্তর।
রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগার” নির্মাণের জন্য দানকৃত সম্পত্তির দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার(১৪ ফেব্রুয়ারী) সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই দানকৃত সম্পত্তির দলিল হস্তান্তর করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা সরকারীভাবে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগার” নির্মাণের জন্য দানকৃত সম্পত্তির দলিল গ্রহণ করেন। সরকারীভাবে পাঠাগার নির্মাণের জন্য ২ শতাংশ জমি দান করেন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এম এম জিয়াউল হক জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন , সহিদুল ইসলাম , মিলন উদ্দিন প্রমুখ।