মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

নওগাঁ সদরে দুইটি স্থানে দুইটি বন্ধু পুনর্মিলন উৎসব পালিত।

মোঃ মাহবুব আলম,স্টাফ রিপোর্টারঃ / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নওগাঁ সদরে দুইটি স্থানে দুইটি বন্ধু পুনর্মিলন উৎসব পালিত।


নওগাঁয় বন্ধু পুনর্মিলন পালন করেন শুক্রবার ১১,তারিখ,২০২২। নওগাঁ সদর উপজেলা নওগাঁ জেলা স্কুল মাঠে ও নওগাঁ ডিগ্রী কলেজে মাঠে বন্ধু পুনর্মিলন উৎসব পালন করা হয়।

নওগাঁ জেলা স্কুল মাঠে বন্ধুরা পুনর্মিলন পালন করে মোঃ আসাদুজ্জামান মোঃ নাজমুল মোঃ নাদিম মোঃজ্যোতি বলেন বন্ধু পুনর্মিলন পালন আবার নতুন করে কনসার্ট মধ্যে দিয়ে আমার বন্ধু পুনর্মিলন পালন করেছি।

ডিগ্রী কলেজে বন্ধুরা পুনর্মিলন পালন করে সুবজ মো,বিলাস মো,শাহিন,মো,মজনু,মো,রানা মোঃরানা,মো,হাছান বলেন আমরা প্রথম বার বন্ধু পুনর্মিলন পালন এবার নতুন করে আমার বন্ধু পুনর্মিলন পালন করেছি।

তারা এটাও জানান এই বন্ধু পুনর্মিলন উৎসব পালন করা হয়েছে তাদের দুঃখ কষ্ট নিজেদের মধ্যে ভাগ করে।

সব মিলিয়ে এই দুইখানেই একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা নিজেদেরকে একত্রিত করেছেন এবং প্রতি বছর এভাবেই একত্রিত হবার জন্য তারা এই মিলনমেলার আয়োজন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর