মাধবপুরে ভূমিদস্যূ কর্তৃক সাংবাদিকের উপর হামলা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ভূমিদস্যূ সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।গত বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর বাজারে এই ঘটনা ঘটে। হামলাকারী ভূমিদস্যূ শাহিন মিয়া (৫০) মাধবপুর পৌরসভার মৃত অলিউর রহমানের পালক পুত্র।
জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর পশ্চিম মৌজার ৬৭৩ নং দাগে ভুক্তভোগী সাংবাদিক মোঃ শাকিল হাসানের ১৩.২৪ শতাংশ জায়গা রয়েছে। কিছুদিন আগে শাকিল তার এই নিজ জায়গাতে ঘর নির্মাণের জন্য সীমানা নির্ধারণ করতে গেলে পার্শ্ববর্তী অবৈধ জমির মালিক ভূমিদস্যূ শাহিন এতে বাঁধা প্রদান করে। এই ঘটনার প্রেক্ষিতে গত ১০ এবং ৩১ জানুয়ারী শাহিনের বিরুদ্ধে জাতীয় অপরাধ বিচিত্রায় সংবাদ প্রকাশিত হলে এরই জেরে শাকিলের উপর হামলা চালানো হয়।
সাংবাদিক শাকিল বলেন, ঘটনার দিন আমি মাধবপুর বাজারে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাই। বাজারে আমাকে দেখামাত্রই সন্ত্রাসী শাহিন তার বাহিনী নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। তখন বাজারের লোকজন জড়ো হয়ে গেলে সন্ত্রাসীরা আমাকে টেনে হিঁচড়ে অুন্যত্র নিয়ে যাবার চেষ্টা করে। এসময় উপস্থিত সবাই তাদেরকে বাঁধা দিলে সন্ত্রাসী শাহিন তার বাহিনী নিয়ে পিছু হটতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে মাধবপুর পৌর মেয়রের ছোট ভাই মোরশেদ ছুটে আসলে সন্ত্রাসী শাহিন তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। তখন মেয়রের ছোট ভাই মোরশেদ হামলাকারী শাহিন বাহিনীকে ঘটনাস্থলে আসতে বললে তারা ঘটনাস্থলে আসে। একপর্যায়ে সন্ত্রাসী শাহিন এই ঘটনার জন্য ভুল শিকার করে ক্ষমা চাইলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এইধরণের কার্যকলাপ না করার নির্দেশ দেন।
শাকিল আরো বলেন, এই ভূমিদস্যূ শাহীন আপাতত পিছু হটলেও সুযোগ পেলেই সে আমার ক্ষতি করবে। এর আগেও সে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো। হামলার দিন লোকজন জড়ো না হলে সন্ত্রাসী শাহিন আমাকে খুন কিংবা গুম করে ফেলতো। আমি বর্তমানে আমার জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত আছি। এব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা চাই।
Post Views: 472