সিরাজগঞ্জে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন।
সিরাজগঞ্জে কাজিপুর ও তাড়াশ উপজেলার নবনির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যানগন শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৯ ফেব্রুয়ারী)সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃতোফাজ্জল হোসেন।
শপথ বাক্য অনুষ্ঠানে সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শপথের পূর্বে জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন,শপথ বাক্যের প্রতিটি কথা আপনাকে মেনে চলতে হবে। আপনাদের বিচার করার ক্ষমতা দেওয়া আছে। কখনও মান-অভিমান, অনুরাগ-বিরাগভাজন হয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। দেশের ক্ষতি হয় এমন কাজ করবেন না। গ্রাম আদালত পরিচালনা,ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অব্যশই সতর্কতার সঙ্গে কাজ করবেন।’তিনি আরও বলেন,আপনি ইউনিয়নের সাধারণ মানুষের আশা ও প্রত্যাশার ভরসাস্থল।
আপনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। কে আপনাকে ভোট দিয়েছেন, আর কে দেননি সেটা মূল বিষয় নয়; আপনি সবার চেয়ারম্যান। সবাইকে আপন করে নেবেন। আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নে উন্নয়ন সম্ভব।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এমপি জয় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার আহবান জানান। জনগণের সুখ, দুঃখে আপনারা তাদের পাশে থাকবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,জেলা অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, কাজিপুর ইএনও জাহিদ সিদ্দিকী, তাড়াশ ইউএনও মেজবাউল আলম, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান , সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদসহ ১৬ সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ বাক্যপাঠ করেন,কাজিপুর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সোনামূখী ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান আলী, চালিতাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান,গান্ধাইল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন,শুভ ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন,খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক, নাটুয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান , তেকানী ইউপি চেয়ারম্যান মোঃ হারুণ অর রশিদ, নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান মোঃখায়রুল কবির,মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , তাড়াশ উপজেলার নবনির্বাচিত, তালম ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,সগুনা ইউপি চেয়ারম্যান মোঃ জুলফিকার আলি ভূট্টু, মাগুরা বিনোদ পুর মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, দেশীগ্রাম জ্ঞানেনাথ বসাক।
পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।