রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিবিদইলে যোগী সম্মিলনী উপনয়ন সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ৪০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

বিবিদইলে যোগী সম্মিলনী উপনয়ন সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন।


বিশ্বজনীন শান্তি,সম্প্রীতি ও মানবজাতির জন্য কল্যাণকামী সমাজ ও জাতী গঠনের প্রত্যয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যোগী সম্মিলনীর উপনয়ন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেন নাথ সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

দক্ষিণ সুরমা উপজেলায় যোগী সম্মিলনীর উদ্যোগে উপনয়ন সমাবর্তন অনুষ্ঠান বিভিন্ন উপজেলার ১০ জন নাথ সম্প্রদায়ের ব্যাক্তিরা আচার্য্যগুরুর মাধ্যমে আনুষ্টানিকভাবে উপনয়ন গ্রহন করেন।
বুধবার লালা বাজার ইউনিয়নের বিবিদইল গ্রামে অনুষ্টিত উপনয়ন পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানে মাস্টার নিরোদ চন্দ্র নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সিলেট বিভাগীয় যোগী সমি¥লনীর আহবায়ক ডা. দিগেন্দ্র দেব নাথ।বিশেষ অতিথি ছিলেন,সিলেট বিভাগীয় রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর আহবায়ক ইঞ্জিনিয়ার পরিমল চন্দ্র নাথ,সিলেট বিভাগীয় রুদ্রুজ ব্রাক্ষন সম্মিলনী যুগ্ন আহবায়ক ও আচার্য্য গুরু সঞ্জয় দেব নাথ, সিলেট বিভাগীয় যোগী সম্মিলনী সদস্য সচিব এডভোকেট কানাই লাল দেব নাথ,সিলেট বিভাগীয় যোগী সমি¥লনীর আহবায়ক সদস্য ডা. ধিরেন্দ্র দেব নাথ,সিলেট বিভাগীয় যোগী সম্মেলনীর আহবায়ক কমিটির সদস্য সুকুমার দেব নাথ,বড়লেখা উপজেলা যোগী সম্মিলনীর উপদেষ্টা বিজয় দেব নাথ।

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা নাথ কল্যান সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল দেব নাথ। বক্তব্য রাখেন, সিলেট জেলা যোগী সম্মিলনীর সভাপতি শিশির কান্ত দেব নাথ,সহ সভাপতি সুশিল চন্দ্র নাথ, মহিলা সম্পাদিকা জয়ন্তী দেবনাথ, মৌলভীবাজার জেলা যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর দেব নাথ, ওসমানীনগর উপজেলা যোগী সম্মিলনীর সভাপতি ডা. মুকুন্দ লাল দেব নাথ, শ্রীমঙ্গল উপজেলা যোগী সম্মিলনীর সাধারণ সম্পাদক বিষ্ণু দেব নাথ,সচিব পিযুষ কান্তি নাথ,কোষাধক্ষ্য সুমন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও পৌরহিত্যকরণ করেন,সঞ্জয় দেব নাথ সঞ্জু, চম্পক দেব নাথ, শুভ দেব নাথ,পঙ্কজ দেব নাথ।অনুষ্ঠানে বক্তারা বলেন,একজন মানুষ সঠিক শিক্ষা গ্রহণ না করলে তার প্রভাব সমাজ,দেশ ও জাতির ওপর পড়ে।

উপনয়ন সনাতন ধর্মাবলম্বীদের একটি বৈদিক ও শাস্ত্রীয় অনুষ্ঠান। সনাতন বৈদিক শাস্ত্রানুসারে,উপনয়ন সনাতন ধর্মালম্বীদের বৈদিক শিক্ষাদিক্ষা আরম্ভ কালীন একটি গুরুত্বপূর্ণ সংস্কার অনুষ্ঠান। নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের কুসংস্কার,বৈষম্য ও অবমূল্যায়ন দূরীকরনে ব্যাপক ভূমিকা পালন করে।

সভ্য সমাজ বিনির্মানে সবাইকে সঠিক শিক্ষা গ্রহনের মাধ্যমে একয়োগে কাজ করার আহব্বান জানান তারা। উপনয়ন ও সমাবর্তন শেষে বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আগত অতিথি ও বক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর