মান্দায় সুইচগেট ভেঙ্গে ফেলেছে-নষ্ট হয়েছে কৃষকের ফসল বিক্ষুব্ধ জনতা।
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র সুইচগেট ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী নেতা আলতাজের বিরুদ্ধে।এদিকে সুইচগেট ভেঙ্গে দেয়ায় ইতমধ্যে বিলের প্রায় সহস্রাধিক বিঘা ফসলী জমি ডুবে ফসলহানি হয়েছে কৃষকের। এর দায় নিবে কে?এঘটনায় এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ভারশোঁ ইউপি নির্বাচনে বিলপাড়ের অধিবাসীরা নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের পক্ষে ভোট করায় সুদখোর দাদন ব্যবসায়ীখ্যাত স্থানীয় আওয়ামী লীগের বগী (অ্যাকাম্যা) নেতা আলতাজ মৎস্য লুটেরাদের মদদ দিয়ে বলাক্ষেত্র বিলের সুইচগেইট ভেঙ্গে মাছ শিকার করে।
এ সময় সুমন চেয়ারম্যান এর প্রতিবাদ করায় বগী নেতার অনুগত কিছু কথিত (হলুদ) সাংবাদিক সুমন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা শুরু করে। এমনকি সুমন তার নেতাকর্মী নিয়ে শুগুনিয়া গ্রামে গণসংযোগ করতে গেলে বগী নেতার মদদে মৎস্য লুটেরার দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুমনের লোকজনের উপর হামলা করে। তাদের হামলায় সুমনের নেতাকর্মীরা জখম হলেও, ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো তারা সুমনের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ করে।
স্থানীয় কৃষকেরা বলেন, সুইচগেট ভেঙ্গে দেয়ায় সুইচগেট দিয়ে শীব নদীর পানি প্রবেশ করে বিল পবনি ও বিল উৎরাইলের প্রায় এক হাজার বিঘার ধান ডুবে যাচ্ছে, সাধারণ কৃষকের এই ক্ষতিপূরণ কে দিবে ? তারা বলেন, গতবছর শুকনো মৌসুমে কৃষকদের অনুরোধে চেয়ারম্যান সুমন এই স্লুইসগেইট মেরামত করে দিয়েছিলেন। তারা বলেন, চেয়ারম্যান সাহেব এই বারেও চৈত্র মাসে মেরামত করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিলপাড়ের অধিবাসীদের দাবি আগামিতে এই সুইচগেটের আশেপাশে আর কোনো মৎস্য লুটেরার দল আসতে না পারে সেই জন্য তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, নির্বাচনের সময় নৌকাবিরোধী প্রার্থী মৎস্য লুটেরাদের মদদ দিয়ে সুইচগেট ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারী সোমবার উপজেলার মাসিক মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী আলতাজ উদ্দিন তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ বলে জানান।