লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালকের মৃত্যু।
লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল কিশোর চালক সজলের।
রোববার (৬ছয় ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলাতে ১০নং চন্দ্রগঞ্জ হাইওয়ে সড়কের গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে আসার পথে চরচামিতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সজলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাত ৮আট টার দিকে ঢাকায় প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা মেঘনা ব্রিজ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
নিহত সজল লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়নের স্থানীয় গোলাম সিংয়ের বাড়ির বাবুলের একমাত্র ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সজল প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে মান্দারী থেকে যাত্রী নিয়ে চন্দ্রগঞ্জ গিয়েছিলো। সেখান থেকে গ্যাস নিয়ে আসার পথিমধ্যে পিছন থেকে যাত্রীবাহী বাস আনন্দ চাপা দেয়।
দুর্ঘটনায় সজলের সিএনজি দুমড়েমুচড়ে যায়। এই সময় সে মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সজল মারা যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।