কাজীপুরে সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জের কাজীপুরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম(৪২)কে করেছে কাজিপুর থানা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলার কুনকুনিয়া প্রামাণিক(পাড়া)গ্রামের হবিবর রহমানের ছেলে।শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,শফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলছিল। মামলার শেষে তাকে আড়াই বছরের সাজাও দেন আদালত। এতো দিন আত্মগোপনে ছিলেন তিনি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্তের নেতৃত্বে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় পরে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।