কলাপাড়ায় জেলে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র প্রদান।
পটুয়াখালীর কলাপাড়ায় মমুদ্রগামী জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউপির আলীপুর বাজারে জেলে মাঝি সমিতির মিলানায়তনে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলীপুর-মহিপুর জেলে মাঝি সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার আবুল খায়ের, উপজেলা মৎস্য মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা প্রমুখ।
এসময় সমুদ্রগামী শতাধিক জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ পাথওয়ের ইউনিয়ন সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।