“সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার”এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’-পালন করা হয়েছে।
এ দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে পবিত্র কুরআন তেলাওয়াত, বেলুন ফেস্টুন উড়ানো, শোভাযাত্রা প্রদর্শন করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে- স্বাস্থ্য বিধি মেনে –
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করার পর শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এর সুফল পেতে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থাগড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো বই পড়তে হবে এর কোন বিকল্প নেই, বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী,যুবক-যুবতীদের লাইব্রেরিমুখি হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়ীতে লাইব্রেরি গড়ে তোলার আহবান জানান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এবং সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ সজিব আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান মোঃ মিজানুর রহমান ও বিশ্বসাহিত্য কেন্দ্র, ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা মোঃ আল মামুন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রবীণ লেখক মোঃ জুলফিকার হাসান খোকন, সিরাজগঞ্জ ডিসি অফিস সিএ টু এডিসি (জেনারেল)শাখার কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,
সিরাজগঞ্জ জেলা ব্রাকের সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, মোক্তার পাড়া’র সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সিরাজগঞ্জ পাবলিক লাইব্ররীর প্রতিনিধি মোঃ ফুলাদ হায়দার খান, রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, বেলকুচি মডেল কলেজের প্রভাষিকা আরফিন মায়া, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদিকুল ইসলাম,
কাশিহাটা শহীদ মুক্তিযোদ্ধা সোলায়মান স্মৃৃৃৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক খুরশিদা খাতুন, সলঙ্গা বওলাতলা কেন্দ্রীয় গণপাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগার রেজাউল করিম রাজা, শেখ নবীর উদ্দিন আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক ফজলুল হক, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন মিয়া প্রমুখ।
বক্তাগণ বক্তব্যে বলেন, দেশের সকল ইউনিয়নে আলাদা একটি ভালোমানের লাইব্রেরি গড়ে তুলতে হবে। সকল গ্রন্থগারিক, লাইব্রেরিয়ান এবং অফিস সহায়ক,কাম ক্লিনার নিয়োগদান সহ তাদের বেতন-ভাতা চালু করা এবং গ্রন্থগারিক আনুষাঙ্গিক খরচ ও বিদ্যুৎ বিল দেওয়ার দাবী জানান। তবেই একটি লাইব্রেরি /গ্রন্থগার ভালোভাবে চলবে এবং পাঠক রা নিয়মিত বই পড়তে পারবে। দেশ জাতি এগিয়ে যাবে ভালো মানুষ হবে বলে জানান।