সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক দই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন কাল থেকেই স্বরস্বতী পুজা উপলক্ষে এই দই মেলার প্রচলন হয়ে আসছে। ৫ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলা সদরে বাজার সংলগ্ন হ্যালিপ্যাড মাঠে এই দই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওই মাঠে দই আর দই। রয়েছে চিড়া,মুড়ি,ঝুরি ও অন্যান্য দ্রব্যাদি। স্বরস্বতী পুজা উপলক্ষে এই দই মেলা অনুষ্ঠিত হলেও ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম সবাই দই কিনতে এসেছে এই মেলায় । দই মেলা বিষয়ে জানতে চাইলে মেলায় দই কেনার সময় সদরের অধিবাসী হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ স্যান্যাল বলেন, শুনেছি প্রাচীন কালের রাজা রাম মোহন রায়ের কাল থেকেও নাকি এই দই মেলা হয়ে আসছে। আমার দাদার মুখে শুনেছি তার দাদাও নাকি এই মেলা দেখেছে। এই মেলায় বছরে একবার হলেও দই কিনে মনে খরাক নিবারণ করতে সবাই ব্যস্ত হয়ে পরে।
এ ব্যাপারে তাড়াশ মহিলা কলেজের প্রভাষক ও তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলুর সাথে মেলায় দেখা হলে তিনি বলেন, আমি প্রতি বছরই এই মেলায় দই ক্রয় করতে আসি।মেলায় আসলে পরিচিতি অনেক মুখের সাথে দেখা হলে ভাল লাগে। তাই এবারও পরিবারের সকলের জন্য দই কিনতে আসছি।