বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকার ০৩ জেলেকে দুবলার চর সংলগ্ন এলাকা হতে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৫ ফেব্রুয়ারি) আনুমানকি ভোর ৫টায় দুবলার চর হতে দক্ষিণে বৈরী অবহাওয়ার কারণে একাধীক নৌকা ডুবে যায়। খবর পাওয়া মাত্র বাংলাদশে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা কর্তৃক সার্চ এন্ড রেসকিউ টিম নিয়ে উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকা হতে ০৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় এবং কোস্ট গার্ডের তত্বাবধানে রেখে তাদের খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হয় এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়।
উদ্ধারকৃতরা হলো বাগেরহাট জেলার রামপাল থানার কাশীপুর গ্রামের নাজমুলের ছেলে আব্দুল্লাহ, একই জেলার আমড়াতলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাজু শেখ ও শ্রীপলতলা গ্রামের হাসেম আলীর ছেলে ইয়াকুব আলী।
এ ঘটনায় আরো ফিসিং বোট নিখোঁজ আছে কিনা এ বিষয়ে জানতে কোস্ট গার্ড কর্তৃক বোট মালিক সমিতিসহ স্থানীয় ফরেস্ট অফিসে যোগাযোগ করাসহ কোস্ট গার্ড কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা এখনো অব্যাহত রয়েছে।